গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুসারে সর্বময় ক্ষমতার উৎস জনগণ। আর এই জনগণের অন্যতম মৌলিক চাহিদা হলো শিক্ষা । সকল শিক্ষার মূলভিত্তি হলো প্রাথমিক শিক্ষা । মাঠ পর্যায়ে সকল শিশুর মৌলিক অধিকার প্রাথমিক শিক্ষার ধারক-বাহক উপজেলা শিক্ষা অফিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান উপজেলা শিক্ষা অফিস। উপজেলা শিক্ষা অফিস মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে সদা সচেষ্ট। একাডেমিক কাজ বিদ্যালয় পরিদর্শনের আলোকে ফিডব্যাক প্রদানের মাধ্যমে পাঠের মান উন্নয়ন করা হয়। প্রশাসনিক কাজের মধ্যে অধীনস্ত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা প্রদান , সমাপনী পরীক্ষার আয়োজন, বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন, বই বিতরণ , উপবৃত্তি প্রদান , বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট সহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা।
জনবল সংক্রান্ত তথ্য
UEO |
AUEO |
প্রধান শিক্ষক |
সহকারী শিক্ষক |
অফিস সহকারী |
প্রাক-প্রাথমিক শিক্ষক |
||||||
অনু: |
কর্ম: |
অনু: |
কর্ম: |
অনু: |
কর্ম: |
অনু: |
কর্ম: |
অনু: |
কর্ম: |
অনু: |
কর্ম: |
১ |
১ |
৯ |
৭ |
২২৪ |
১৯৩ |
১২০৬ |
১১০৭ |
৬ |
৩ |
১৫১ |
১৪৯ |
শিক্ষার্থী সংক্রান্ত তথ্য
সরকারি বিদ্যালয় |
কে.জি স্কুল
|
NGO পরিচালিত |
|
জরিপ |
ভর্তি |
ভর্তি |
ভর্তি |
৭১৯২০ |
৫৫৮২৫ |
২২৩৯৩ |
১৫০৬ |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস