Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান অনুসারে সর্বময় ক্ষমতার উৎস জনগণ। আর এই জনগণের অন্যতম মৌলিক চাহিদা হলো শিক্ষা । সকল শিক্ষার মূলভিত্তি হলো প্রাথমিক শিক্ষা । মাঠ পর্যায়ে সকল শিশুর মৌলিক অধিকার প্রাথমিক শিক্ষার ধারক-বাহক উপজেলা শিক্ষা অফিস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি অন্যতম সেবামুলক প্রতিষ্ঠান উপজেলা শিক্ষা অফিস। উপজেলা শিক্ষা অফিস মাঠ পর্যায়ে প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে সদা সচেষ্ট। একাডেমিক কাজ বিদ্যালয় পরিদর্শনের আলোকে ফিডব্যাক প্রদানের মাধ্যমে পাঠের মান উন্নয়ন করা হয়। প্রশাসনিক কাজের মধ্যে  অধীনস্ত সকল কর্মকর্তা, শিক্ষক ও কর্মচারীর বেতন ভাতা প্রদান , সমাপনী পরীক্ষার আয়োজন, বিভিন্ন প্রশিক্ষণ ও সেমিনারের আয়োজন, বই বিতরণ , উপবৃত্তি প্রদান , বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল  টুর্ণামেন্ট সহ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজন করা।

  1. শাহজাদপুর উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভা ।
  2. মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়- ২২৪ টি।
  3. কিন্ডার গার্টেন সংখ্যা -১১৪ টি।
  4. NGO পরিচালিত বিদ্যালয় সংখ্যা-২১ টি।
  5. স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা-৬৮ টি।
  6. সংযুক্ত ইবতেদায়ী মাদ্রসা-২২ টি।

জনবল সংক্রান্ত তথ্য

UEO

AUEO

প্রধান শিক্ষক

সহকারী শিক্ষক

অফিস সহকারী

প্রাক-প্রাথমিক শিক্ষক

অনু:

কর্ম:

অনু:

কর্ম:

অনু:

কর্ম:

অনু:

কর্ম:

অনু:

কর্ম:

অনু:

কর্ম:

২২৪

১৯৩

১২০৬

১১০৭

১৫১

১৪৯

 

শিক্ষার্থী সংক্রান্ত তথ্য

সরকারি বিদ্যালয়

কে.জি স্কুল

 

NGO পরিচালিত

জরিপ

ভর্তি

ভর্তি

ভর্তি

৭১৯২০

৫৫৮২৫

২২৩৯৩

১৫০৬